top of page

চলো একসাথে গড়ি সুন্দর পৃথিবী

Let's make a better world together

বাকৃবি রোভার স্কাউট গ্রুপ এ যোগদান 

স্কাউট আন্দোলন আত্মউন্নয়ন ও সমাজসেবার জন্য বিশ্বজুড়ে চলমান এক মহৎ আন্দোলন।  একটি দলের সাথে সংযুক্ত থেকে আপনিও হতে পারেন এ মহৎ আন্দোলনের অংশীদার।  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ আঙ্গিনায় প্রতিষ্ঠিত বাকৃবি রোভার স্কাউট গ্রুপ দেশ ও বহিঃবিশ্বে অন্যতম সফল স্কাউটিং গ্রুপ যার রোভারগণ নিজেদেরকে সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন জাতীয় অথবা আন্তর্জাতিক আঙ্গিনায়। এ দলের সাথে যুক্ত থেকে আপনিও গড়তে  পারেন আলোকিত ভবিষ্যত। 

 

এ দলের সদস্যতা শুধুমাত্র বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চলতি ছাত্র-ছাত্রীদের জন্য। নিচের বাটনে ক্লিক করে অনলাইন এ আবেদন করতে পারেন অথবা আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করে জমা দিতে পারেন আমাদের ডেনে। 

যৌথ উদ্যোগে অনুষ্ঠান আয়োজনের  আগ্রহ প্রকাশ Expression of interest for Joint-Program

দেশ কিংবা সংস্কৃতির সীমানা পেড়িয়ে বাকৃবি রোভার স্কাউট সবসময়ই যৌথ উদ্যোগে অনুষ্ঠান আয়োজনে আগ্রহী।  এর মাধ্যমেই সম্ভব বিশ্বটাকে আরো বেশি করে জানা এবং নিজেকে বিশ্বায়নের উপযোগী করে গড়ে তোলা। তাই আমরা যেকোনো দেশী/ আন্তর্জাতিক সামাজিক- সংস্কৃতিক, স্কাউট /অস্কাউট সংগঠনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে যৌথ অনুষ্ঠান আয়োজনে। আপনাদের আগ্রহ প্রকাশ করুন নীচের বাটন এ ক্লিক করে, আর প্রতিউত্তরে আমরাও যথাশিগ্রই আপনাদের সাথে যোগাযোগ করব।  

 

Crossing the boundry of country or culture BAU Rover Scout Group is always keen to organize joint program. Through this, it is easier to explore the world more and to develop ownself for globalization. Therefore, we would like to invite national/ international, scout/ non-scout socio-cultural organizations to launch joint program. Please express your interest by clicking the button below and we will get you back as soon as possible.

অনুষ্ঠানে যোগদানের আগ্রহ প্রকাশ
Expression of interest

আমাদের ডেন থেকে আমরা বিভিন্ন সময় অংশগ্রহণ করছি জেলা, অঞ্চল, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অথবা আমরা নিজেরাই আয়োজন করছি। এমন কোন অনুষ্ঠানে তুমি অংশগ্রহণ করতে চাও তবে দেরী না করে আমাদের জানিয়ে রাখো তোমার আগ্রহ  ও সুবিধাজনক সময় (যখন তোমার পরীক্ষা নেই) . আর অপেক্ষায় থাক আমাদের আমন্ত্রনের। নিচের বাটনে ক্লিক করে অনলাইন এ আবেদন করতে পার অথবা আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করে জমা দিতে পার আমাদের ডেনে। 

সমাজ উন্নয়নে দান করুন 
DONATE FOR COMMUNITY

"পৃথিবীকে যেমন পেয়েছো তার চেয়ে ভালো অবস্থায় রেখে যেতে চেষ্টা কর"

- স্কাউটিং এর প্রতিষ্ঠাতা বাডেন পাওয়েল এর শেষ বার্তা (১৯৪৫)।

 

আমরাও বিশ্বাস করি এই বার্তায়।  সমাজের সহায়তায় আমাদের কর্মপ্রয়াস।  আমরা আয়োজন করে থাকি রিলিফ বিতরণ কার্যক্রম, শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চক্ষু ও দন্ত শিবির, দুস্থ শিশু শিক্ষা কর্মসূচী, বৃক্ষ রোপন, সুপেয় পানি, সুস্বাস্থ্য ও পয: নিস্কাশন কার্যক্রম, ইত্যাদি। আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ও দুঃস্থ মানবতার সেবায়  আমরা সকল উদারমনা ব্যক্তিকে সাদর আমন্ত্রণ জানাই আমাদের এসকল কার্যক্রমে শরিক হতে। আর্ত-মানবতার সেবায় আপনার সকল সহায়তা নিয়ে আমাদের সাথে থাকতে ক্লিক করুন নীচের বাটন এ  এবং আমরা  যথাশিগ্রই আপনাদের সাথে যোগাযোগ করব।

 

Leave this world a little better than you found it.

The founder of scouting Baden-Powell's Last Message (1945)

 

We believe in this message, we work to help the community. Our community development programs are designed to improve socio-economic condition of poor and distressed people. We organise relief distribution program, winter cloth distribution, free medical (eye, dental, general) camps, poor child education program, tree plantation, pure water, sanitation and hygiene programme, etc. We appreciate all noble hearted people to be with us in such community development programs with all of their greatest effort. If you want to donate to help those poor and distressed people to develop the community then feel free to click the bottom below and we will be in touch with you as soon as possible.

 

Our community development works

bottom of page