top of page
Search
BAU Rover Scout Group

জাতীয় শোক দিবস


জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ জানাচ্ছে সশ্রদ্ধ সালাম।


বাঙালীর নির্ভরতম স্থান ধানমন্ডির সেই ৩২ তম বাড়িটিতেই সপরিবারে শহীদ হন বাঙালীর স্বপ্নদ্রষ্টা, বাঙালীর মহানায়ক। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তাঁর জ্যেষ্ঠ কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা।


সদ্য স্বাধীন বাংলার অগ্রযাত্রা থামিয়ে দিতে তাকে সরিয়ে ফেলার ঘৃণ্য ষড়যন্ত্রে করা হলেও বাঙালী তার স্বপ্ন আকড়ে ধরে এগিয়ে চলেছে প্রতিনিয়ত। তাঁর স্বপ্নের বাংলা গড়তে বাঙালী লড়ে চলেছে সর্বদা। বাঙালী জাতিকে একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছিলেন বঙ্গবন্ধু, যার হাত ধরেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আসে চূড়ান্ত বিজয় ও বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় বিশ্বের মানচিত্রে। বাঙালী এবং বাংলার জন্য তাঁর ভালোবাসা তাকে অমর করেছে। বুলেটের আঘাত তাঁর আদর্শকে দমিয়ে রাখতে পারে নি।

এই শোক হয়ে উঠুক শক্তি।


“ যতকাল রবে পদ্মা যমুনা

গৌরী মেঘনা বহমান

ততকাল রবে কীর্তি তোমার

শেখ মুজিবুর রহমান।

দিকে দিকে আজ অশ্রুগঙ্গা

রক্তগঙ্গা বহমান

তবু নাই ভয় হবে হবে জয়

জয় মুজিবর রহমান।”




7 views0 comments

Comentarios


bottom of page