top of page
Search

বাকৃবি রোভার অ্যালামনাই পরিচালনা কমিটি’র যাত্রা শুরু

  • BAU Rover Scout Group
  • Aug 15, 2021
  • 1 min read

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বনামধন্য সংগঠন "বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ" এর ১ম ‘বাকৃবি রোভার অ্যালামনাই পরিচালনা কমিটি’র যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্যদের পরিণত মানুষ হিসেবে এগিয়ে দেওয়ার প্রচেষ্টা হিসেবে এ দ্বি-বার্ষিক(জুলাই ২০২১-জুন ২০২৩) কমিটি আত্মপ্রকাশ করেছে। ক্যাম্পাসের বিভিন্ন সময়ের সাবেক শিক্ষার্থী এবং রোভারদের সমন্বয়ে এ কমিটি সংগঠনের নতুন ও সাবেক সকল রোভারদের নানা ধরণের সহায়তা করতে সদা সচেষ্ট।

একজন রোভার সদস্যের শিক্ষাজীবনে এবং পরবর্তীতে রোভার স্কাউট গ্রুপের সাথে আন্তরিকতা আরও দৃঢ় হবে বলে আমরা আশা করি। এছাড়া বিভিন্ন বিপদে অ্যালামনাই কমিটি সর্বোচ্চ চেষ্টা করবে অবস্থা উত্তরণের। রোভার স্কাউট পরিবারের সাথে মেলবন্ধন আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি।

নতুন কমিটির প্রতি রইলো শুভকামনা। তাদের কার্যক্রমের উত্তরোত্তর সাফল্য কামনা করি।



 
 
 

1 Comment


Nusrat Jahan Muna
Nusrat Jahan Muna
Aug 15, 2021

Congratulations all of you😇❤️

Like
bottom of page