বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার মোঃ মওদুদ আহম্মেদ "সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড" অর্জন করেন ২০১৮ সালে। তাঁর সামাজিক উন্নয়নমূলক কাজ এবং রোভারিং এ অনন্য অবদান স্বরূপ এমন সম্মানজনক অর্জন পেয়েছেন তিনি। সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড বাংলাদেশের রোভারদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড। সমাজ উন্নয়ন ও সমাজ সেবার নিরবচ্ছিন্ন কাজের ফলস্বরূপ যা অর্জন করা যায়।
বাংলাদেশ স্কাউটস এর ‘সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগ’ এর উদ্যোগে ১১ সেপ্টেম্বর ২০২১, শনিবার বিকাল ৪.০০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন স্কাউটস এর ‘নিজাম হল’ এ "সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ২০১৮" বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোভার মওদুদ আহম্মেদ কে এ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবং অন্যান্য অঞ্চলের অ্যাওয়ার্ড অর্জনকারীরা জুম ক্লাউড অ্যাপস এর মাধ্যমে ভার্চুয়ালি সংযুক্ত হন। অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান এবং বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশ স্কাউটস এর কোষাধ্যক্ষ ড. মোঃ শাহ্ কামাল। অনুষ্ঠানে আরো ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গ্রুপের রোভার স্কাউট লিডার ড. জহিরুল আলম।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপকে বিভিন্ন সময়ে সম্মান এনে দেওয়া প্রতিভাবান শিক্ষার্থীদের মধ্যে যুক্ত হলেন রোভার মোঃ মওদুদ আহম্মেদ। তাঁর এই অর্জনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ গর্বিত ও আনন্দিত। ব্যক্তিজীবনেও মওদুদ আহমেদ একজন বিনয়ী এবং মেধাবী মানুষ।সমাজের নানাস্তরের মানুষদেরকে নিয়ে তিনি সবসময়ই কাজ করতে পছন্দ করেন। এ প্রাপ্তি তার জীবনে আরো বেশি অনুপ্রেরণা বয়ে আনুক,তিনি এভাবেই মানুষের পাশে থেকে তাদেরকে নিয়ে কাজ করে সমাজের উন্নয়ন সাধন করুন। তার সামনের দিনগুলোও সাফল্যমন্ডিত হোক, ভরে উঠুক আনন্দে।
Comments