top of page
Search
BAU Rover Scout Group

দেখা হবে চেনা পথে


কবি মো : খাইরুল ইসলাম জীবন

মো : খাইরুল ইসলাম জীবন

একদিন আবার দেখা হবে দেখা হবে কোন কুয়াশা ঝরা ভোরে, বয়ে যাওয়া কোন শান্ত নদীর তীরে; হয়তো থাকবে না তুমি, তাই হবে কথা- বেগুনী রঙা বুনো ফুলেদের সাথে।

একদিন আবার দেখা হবে কোন ঝুপড়ি গাছের নিচে, সন্ধ্যে আকাশে একফালি চাঁদ নিয়ে; হয়তো থাকবে না তুমি, তাই কথা হবে ঝরে পড়া নিঃসঙ্গ বকুলের সাথে।

হয়তো সত্যি থাকবে না তুমি, তবু কথা হবে সেই চিরচেনা পথে- ধূলো দের সাথে!

(১৭/০৪/১৬)

 

দূরের আকাশ

একাকী বিস্তৃ মাটির জমিনে লেগে থাকা পিঠে কনক্রিটের আস্তরণে, চেয়ে তোমায় দেখি বিস্তৃর্ণ আকাশ।

মৃদু হাওয়ায় দোল খাওয়া পাতার ফাঁকে অবাক বিস্ময়ে উঁকি দিয়ে জ্বলে ; একাকী কোন তারা,

দূরত্বের ব্যবধানে-পূর্ণ চন্দ্রও আজ আধখানা!

রাত্র মাঝে বড় রহস্যময়ী তুমি হয়েছ শহুরে আলোয় আলোকিত, শুধু ঐ চন্দ্র আলোয় তোমার যত অবহেলা ; বলতে পারো আকাশ- এ তোমার কেমন পাওয়া? দেখেছো কি কখনো ভেবে, জমিন বুকে পড়ে থাকা ঐ নিঃসঙ্গ প্রাণটার কথা......

(১৫/০৪/২০১৬)


14 views0 comments
bottom of page