top of page
Search
BAU Rover Scout Group

তনুর আর্তনাদ


আব্দুল্লাহ মাসুম

আব্দুল্লাহ মাসুম

বাবা,তুমি কাঁদছো?

আমিতো বাঁচতে চেয়েছিলাম !

চিৎকার করেছি বারবার, তীব্র চিৎকার ----

ওদের পাষাণ হৃদয় শুনতে চায়নি

বারবার বলতে চেয়েছি,

বাঁচতে চাই!... ..বাঁচতে চাই!! ... ... বাঁচতে চাই!!! ... ...

হায়ানার মত দানবগুলো, আমাকে বাঁচতে দিল না!

বাবা ! ওরা ঘৃণ্য জানোয়ার।

বাঘের গর্জন, সিংহের মত হুংকারে

আমি তীব্র ভয় পেয়েছিলাম

খুব কষ্ট পেয়েছি,বাবা!

শুকুনের মত খুবলে খেয়েছে ওরা !

তখনও চাপা কন্ঠে বলতে চেয়েছি--

বাঁচতে চাই!... ..বাঁচতে চাই!! ... ... বাঁচতে চাই!!! ... ...

নরপশুরা আমাকে বাঁচতে দিল না!

বাবা ! আমি আমার দেশকে বড্ড ভালোবাসতাম।

প্রিয় দেশটা হতে পারেনা ওদের অভয়ারণ্য;

তুমি ওদের-- এ বাংলার মাটিতে শাস্তি দিও

যাতে ওদের অন্তর আত্মা শিউড়ে ওঠে ।

জাগো হে বাংলার মানুষ ... ...

মা-বোন তো তোমার ঘরেও আছে !

ওদের সম্মান করতে শেখো।

হে ১৬ কোটি বিবেক---

'তোমরা কি জাগবে না ?'

মরনকালে শুধু এ প্রশ্নটাই---

তোমাদের করে গেলাম।।


10 views0 comments
bottom of page