top of page
Search
BAU Rover Scout Group

অভিমানী মন


Drawing - 'Sad Girl' by Abdul wali Achakzai

মো : খাইরুল ইসলাম জীবন

জানি অভিমানে, এ অঝোর শ্রাবণে আছো গোপনে, করে ঘৃণা মোরে ; কেটেছে অনেক বেলা, শত বিরহে,ক্ষণ গেছে চলে হয়নিকো কথা, খানিকটা স্মিত হেসে!

হঠাৎ কোন ভোরে দেখেছিনু তোমায়- অচেনা লাল টিপে, চুপে আবিষ্কারে, এঁকেছিনু চোখে ; তোমার অপহাস রেখা, ভবে অনুভবে বুঝেছিনু মনে নও তুমি হাস্যচোরা!

বেলা বয়ে যাবে অভিমান রয়ে যাবে, হয়তো বেলাশেষে সব হারিয়ে যাবে...

জীবন ১১/০৫/১৬


40 views0 comments
bottom of page