আব্দুল্লাহ মাসুম
তুমি যেন বর্ষা বিকেল,সদ্য ফোটা ফুল
উতল পবন নাচছে যেন, বাধন খোলা চুল
শিক্ত শাঁড়ির ভাজ
তোমার সাথে মেঘের সাথে কাব্য হবে আজ
বরষার জল বলবে কথা, তোমার কোমল অধর সনে
শিহরণে কাঁপবে এ হৃদয়
চোখের তারায় উঠবে সেজে রং ধনুকের সাজ
তোমার সাথে বৃষ্টির সাথে কাব্য হবে আজ
চোখের পাতায় আঁকবে বৃষ্টি জলের কারুকাজ//