বৃষ্টি দেখেছো? যে হঠাৎ-ই আসে,চলেও যায় বিনে নোটিশে! অথবা দেখেছো কি কোন বহমান নদী? চলার পথে হঠাৎ করেই হারিয়ে যায় সাগরে! দেখেছো কি কখনো শুভ্র ভোরে ফোটা ফুল? দিন শেষে হারিয়ে যেতে,হয়নাকো যার বিন্দুমাত্র ভুল! নিয়েছো কি শিশিরস্পর্শ অনুভবে? পুলকিত তুমি,হয়তো শিহরণে ; জড়িয়েছো কোন মিষ্টি কল্পনার জালে, এঁকেছো কত রঙিন স্বপ্নের আলপনা অথচ ভেবে দেখোনি তুমি, বেলাশেষে হারিয়ে যাওয়া সেই শিশির বিন্দুটার কথা!
ভেবে কি দেখেছো অভিমানে গাল ফোলানো সেই শিশুটির কথা? হয়তো দেখোনি বেলাশেষের প্রাপ্তিতে, মুছে যাওয়া সেই অভিমানের ছায়া!
আমি আজ আর তাই আকাশ হতে চাইনা হতে চাইনা কোন সাগর, নদীর মত বহমান মহাকালে- হয়ে থাকতে চাই কোন ঝরে যাওয়া ফুল!! হতে চাইনা কোন মৃৎস্পন্দন অথবা সেই শিশু, হয়ে থাকতে চাই,সেই অভিমানী শিশির বিন্দু!!
......।। জীবন ।।...... ১৭ । ০৫ । ২০১৫