১৯৭৪ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ বৃহত্তর ময়মনসিংহের প্রথম রোভার দল হিসেবে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের রেজিস্ট্রেশনভুক্ত হয়। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বাকৃবি রোভার গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছিল আজ তা অনেকটাই সার্থক। গৌরবের এই ৪৪ বছরে বাকৃবি রোভার গ্রুপের সুনাম দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বব্যাপী সমাদৃত। বর্তমানে গ্রুপ কাউন্সিলের গ্রুপ সিনিয়র রোভারমেট ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রোভার শামসুদ্দোহা পিয়াস। স্কাউটিং হলো একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক সেবামূলক সংগঠন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য হচ্ছে স্কাউটের বয়োজ্যেষ্ঠ শাখা রোভারিং। পদাধিকারবলে স্কাউট গ্রুপের বর্তমানে পৃষ্ঠপোষকতা করছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর।গ্রুপের রয়েছে একটি গ্রুপ কমিটি, যাতে পদাধিকারবলে বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী।
এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও কর্মকর্তাদের থেকে বাকৃবি রোভার গ্রুপের রোভার নেতা হিসেবে নেতৃত্ব প্রদান করেছেন ২৭ জন। বর্তমানে গ্রুপ রোভার স্কাউট লিডার হিসেবে অত্যন্ত সুন্দরভাবে নেতৃত্ব দিচ্ছেন প্রফেসর ড. ছাদেকা হক। এ সব সুযোগ্য নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনায় বাকৃবি রোভার স্কাউট গ্রুপ প্রতি বছর সম্পাদন করে থাকে অসংখ্য আত্ম-উন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রম, যা রোভারদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে গড়ে তুলতে ব্যাপক ভূমিকা রাখে। এ সব কার্যক্রম হলো আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক রোভারমুট, কমডেকা, অ্যাডভেঞ্চার ক্যাম্প, ফ্রেন্ডশিপ ক্যাম্প, জাম্বুরী প্রভৃতিতে অংশগ্রহণ। এ পর্যন্ত বাকৃবি রোভার স্কাউট গ্রুপের ১২৩ রোভার ও রোভার নেতা বিশ্বের ১৯টি দেশে বিভিন্ন স্কাউটিং প্রোগ্রামে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছেন। এ ছাড়া প্রতি বছর আদিবাসীদের আর্থ-সামাজিক অবস্থা পর্যবেক্ষণ, জীবনদর্শন ও ঐতিহাসিক স্থান পর্যবেক্ষণের জন্য শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করে থাকে বাকৃবি রোভার স্কাউট গ্রুপ। বছরের বিভিন্ন সময় সমাজ উন্নয়ন ও সেবামূলক কার্য সম্পাদন করে যেমন- কৃষকদের মাঝে কৃষি সরঞ্জাম ও বীজ বিতরণ, ওরাল স্যালাইন তৈরিকরণ, গবাদি পশু চিকিৎসা ও ভ্যাকসিনেশন, স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম, চক্ষু শিবির, ফ্রি ডেন্টাল ক্যাম্প পরিচালনা, বৃক্ষরোপণ কর্মসূচি, জৈব সার তৈরিকরণ, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, শীতবস্ত্র বিতরণ, ডেঙ্গু সচেতনতা উদ্বুদ্ধকরণ, গ্রামের জনসাধারণের মাঝে স্যানিটেশন, শিশু স্বাস্থ্য পরিচর্যা প্রভৃতি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির প্রোগাম এবং রোভারিংয়ের সিলেবাসভুক্ত অন্যান্য কর্মকাণ্ড। এর ফলে রোভারদের রোভার প্রোগ্রাম (রোভারিংয়ের সিলেবাস) বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ থেকে এ পর্যন্ত ১৯ জন প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (রোভারিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড/ স্বীকৃতি) ও ১৬ জন সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড (দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড) অর্জনের গৌরব লাভ করেছেন। এ সব অর্জন বাকৃবি রোভার স্কাউট গ্রুপকে দিয়েছে বাংলাদেশ স্কাউটসের অন্যতম সেরা রোভার স্কাউট দলের মর্যাদা।
চমৎকার লেখা, সুখপাঠ্য।